মানুষ তার কষ্টার্জিত জমানো টাকা নিজের কাছে গচ্ছিত না রেখে যথাযথভাবে বিনিয়োগের চেষ্টা করেন। কিন্তু আমাদের দেশের অনেকের বিনিয়োগের সুযোগ সম্পর্কে ধারণা নেই। আবার যে সকল মানুষ বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন তারাও সঠিক রিসোর্সের অভাবে লাভজনক খাত নির্ধারণ করতে পারছেন না। অনেকেই জানে না কোন খাতে বিনিয়োগ অধিক লাভজনক।
অনেকেই ব্যাংকে টাকা জমা রাখাকে বিনিয়োগ ভাবেন, কারণ ব্যাংক প্রতিমাসে/বছরে নির্দিষ্ট হারে মুনাফা দিয়ে থাকে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল।ব্যাংক জনসাধারণের টাকা আমানত হিসেবে গ্রহণ করে এবং সেই আমানতের বিপরীতে ব্যাংক লভ্যাংশ শেয়ার করে, তবে সেখান থেকে ব্যাংক চার্জ ও সরকারী ট্যাক্স কেটে অবশিষ্ট যে লভ্যাংশ থাকে সেটা খুবই কম।
ব্যাংকে আমানত রাখা এক সময় লাভজনক হলেও বর্তমানে দেশে চলমান উচ্চ মুদ্রাস্ফীতির কারণে আমানতের সুদ ৬-৮% এর মধ্য নির্ধারণ করা হয়েছে।তা ছাড়া ব্যাংকের তারল্য সংকট দিন দিন বাড়তে থাকায় ব্যাংকে টাকা রাখা ঝুঁকিবহুল হয়ে পড়েছে।যার ফলে বর্তমানে অনেক গ্রাহক ব্যাংক বিমুখ হয়ে পড়ছেন।
সুতরাং বলা যায় কেউ যদি তার টাকা বৃদ্ধি পাবে এই আশায় ব্যাংকে টাকা জমা রাখে অথবা সঞ্চয় করে তাহলে এটি একটি ভুল সিদ্ধান্ত হবে
তাহলে ব্যাংকে টাকা রেখে লাভ না পেলে আর কোথায় বিনিয়োগ করা যায়? এমন পরিস্থিতে বলা যায় , বর্তমানে ব্যাংক আমানতের চেয়ে ব্যবসায়ে বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত ও লাভজনক। কারণ বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার পরিমাণ ব্যাংকের তুলনায় অনেক বেশি। ব্যবসায় বিনিয়োগে নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি ও দায়বদ্ধতা থাকায় বিনিয়োগকারীকে এর বাহিরে ঝুঁকি বা দায় গ্রহণ করতে হয় না।
আবার অর্থের সময়মূল্য অনুযায়ী ব্যাংকে আপনি আজকে যে টাকা জমা রাখলেন আগামী ৫ বছর পর সেই অর্থের মূল্য হ্রাস পাবে। কিন্তু ব্যবসায়ে বিনিয়োগের ক্ষেত্রে আপনার অর্থের মূল্য স্ফীতি না হয়ে মূল্য বৃদ্ধি পাবে এবং তা সম্পদে রুপান্তরিত হবে।অনেক ক্ষেত্রে কম সময়ে ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ রিটার্ণ পাওয়া যায় সাথে অধিক হারে মুনাফা অর্জনের সুযোগ থাকে। তবে এই ক্ষেত্রে সঠিক মূল্যায়ন ব্যাতীত কোন ব্যবসায়ে বিনিয়োগ করলে লসের ও সম্ভাবনা থাকে।তাই বিনিয়োগের ঝুঁকি কমাতে কৌশলগত দক্ষতার মাধ্যমে ব্যবসায়ের অবস্থা মূল্যায়ন করে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ খাত খুঁজে বের করতে হবে।
আপনার বিনিয়োগের সঠিক, নিরাপদ ও লাভজনক খাত খুঁজে বের করMuissa Business Consulting Ltd. রয়েছে আপনার পাশে।আমরা বিনিয়োগ কারীর হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের Financial Data Analysis করে রিপোর্ট প্রদান করে থাকি এবং বিনিয়োগের সিধান্ত নিতে সহায়তা করে থাকি। আপনি যদি কোথায় এবং কিভাবে বিনিয়োগ করবেন তার জন্য বিনিয়োগ ব্যবস্থাপনায় সহায়তা চান তাহলে আমরা আপনাকে সঠিক পরামর্শ ও কার্যকরী মাধ্যম বের করে আপনার লক্ষ্য পৌছাতে সহায়তা করব। তে